
ছবি : আপন দেশ
নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তেলবাহী ট্যাংকলড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা আরেক বন্ধুও আহত হন। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১০টায় উপজেলার দেওয়ানবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাজী ওয়াহিদ মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বন্দর উপজেলার মুরাদপুর এলাকার আজিজুল হকের ছেলে শাওন মিয়া ও একই এলাকার ইয়াকুব মিয়ার ছেলে মোহাম্মদ শিমুল। হতাহতরা তিনজনই বন্ধু। তারা মোটরসাইকেল যোগে বন্দর উপজেলার মদনপুর থেকে মুরাদপুর যাওয়া পথে এ দুর্ঘটনার কবলে পড়ে।
আরও পড়ুন<<>>ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ
পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের মদনপুরের দেওয়ানবাগ এলাকার চট্টগ্রামমুখী লেনের দ্রুতগতি আসা একটি তেলবাহী ট্যাংকলড়ি সঙ্গে উল্টোপথে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত অবস্থা অপর একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা। দুর্ঘটনার পরপরই লড়িটিকে আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।
ঘটনার পর লড়িটিকে জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়েছে বলে জানান কাচঁপুর হাইওয়ে থানার (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ। এ ঘটনায় মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করেন ওসি।
ঘটনাস্থল পরিদর্শন করে কাঁচপুর হাইওয়ে পুলিশের এসআই মতিউর রহমান জানান, তেলবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরই গাড়ির চালক পালিয়েছেন। নিহতরা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে আইনগতভাবে লাশ নিয়ে গেছে। এ বিষয়ে পরিবারের লোকজন এজাহার দিয়েছে। নিয়মিত মামলা হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।