Apan Desh | আপন দেশ

সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

রাঙ্গামাটি প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:২৫, ৭ মার্চ ২০২৫

আপডেট: ১৫:২৬, ৭ মার্চ ২০২৫

সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

ছবি: আপন দেশ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪৫ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার (০৭ মার্চ) উপজেলা জামায়াতের উদোগে এ সহায়তা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম। জেলা জামায়াতের সূরা সদস্য অ্যাডভোকেট মো. রহমত উল্লাহর সঞ্চালনায় অতিথি ছিলেন, রাঙ্গামাটি ২৯৯ আসনের জামায়াতের মনোনিত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ, খাগড়াছড়ি জেলা জামায়াতের সেক্রেটারি মো. মিনহাজুর রহমান এবং বাঘাইছড়ি উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ডা. সর্দার আবদুর রহিম।

আরওপড়ুন<<>>বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছরের শিশু

প্রধান অতিথি বলেন, জামায়াত সব সময় মানবতার কথা বলে, সম্প্রীতির কথা বলে, শান্তির কথা বলে, সহাবস্থানের কথা বলে। এ ধরনের বিপদে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য জামায়াতের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে। পার্বত্য চট্টগ্রামে সকল জাতি স্বত্তার মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জামায়াত কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।

ক্ষতিগ্রস্থদের উদ্দ্যেশে বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোখতার আহম্মদ বলেন, আমরা আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। আপনাদের কষ্টে আমরাও সমান অংশিদার। জামায়াতে ইসলামী যে কোনো সংকটে আপনাদের পাশে থাকবে।

এ সময় জামায়াতের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়