Apan Desh | আপন দেশ

রাঙ্গামাটিতে ইউপিডিএফ’র গোপন আস্তানায় অভিযান, গোলাবারুদ উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৫২, ৭ মার্চ ২০২৫

আপডেট: ১৬:১০, ৭ মার্চ ২০২৫

রাঙ্গামাটিতে ইউপিডিএফ’র গোপন আস্তানায় অভিযান, গোলাবারুদ উদ্ধার

ইউপিডিএফ’র  গোপন আস্তানা

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় ইউপিডিএফ'র (মূল) গোপন আস্তানার সন্ধান পেয়ে অভিযান চালিয়ে গোলাবারুদসহ বিপুল সামগ্রী উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (০৭ মার্চ) উপজেলার ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি এলাকায় গোয়েন্দা তথ্যর ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।

রাঙ্গামাটি সদর জোনের পক্ষ থেকে জানানো হয়, এদিন ভোর সাড়ে ৫টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে এ আস্তানার সন্ধান পায় সদর জোনের সেনারা। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ’র (মূল) শীর্ষ সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেনা সদস্যরা এলাকাটি ঘিরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ, সন্ত্রাসীদের ব্যবহৃত ইউনিফর্ম, বাইনোকুলার, ওয়াকি-টকি সেট, কম্পিউটার হার্ডডিস্ক ও চাঁদা আদায়ের রশিদসহ অন্যান্য নথিপত্র ও সরঞ্জাম উদ্ধার করে।

আরওপড়ুন<<>>সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

বর্তমানে ওই এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত এবং এলাকাজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনে সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে। এ এলাকার সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন অভিযান পরিচালনা করে আসছে। চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ব্যবহার এবং সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়