
ছবি: আপন দেশ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে নোয়াখালীতে বিএনপির তিন নেতাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেয়া হয়।
শুক্রবার (০৭ মার্চ) বিকেলে জেলা বিএনপির সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় ।
অব্যাহতি পাওয়া বিএনপি নেতারা হলেন, কবিরহাটের বাটইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, সদর উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল আমিন ও হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভির হায়দার তান্না।
আরওপড়ুন<<>>অপ্রীতিকর কিছু ঘটলেই ছাত্রদলের নাম জড়ানো হচ্ছে: রাকিব
দলীয় সূত্রে জানা গেছে, অব্যাহতি দেয়া ওই তিন নেতা গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিভিন্ন সময় নিজ নিজ এলাকায় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করে আসছেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে এসব বিষয়ে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়। পরে তদন্ত করে তাদের অভিযোগের সত্যতা পেয়ে অব্যাহতির সিদ্ধান্ত নেয় দলটি।
জানতে চাইলে জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সত্যতা পাওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়েছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।