Apan Desh | আপন দেশ

বাঘাইছড়িতে বিএনপির ৪ নেতার পদ স্থগিত

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৮, ৮ মার্চ ২০২৫

বাঘাইছড়িতে বিএনপির ৪ নেতার পদ স্থগিত

ফাইল ছবি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ৪ নেতার পদ স্থগিত করা হয়েছে। বিশৃঙ্খলার অভিযোগে তাদের পদ স্থগিত করা হয়।

শনিবার (০৮ মার্চ) জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

পদ স্থগিত নেতারা হলেন, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মো. ইউসুফ আলী, পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক মো. আশ্রাফ আলী, সদস্য মো. আইয়ুব আলী, উপজেলা যুবদলের সদস্য প্রকাশ সরকার ও মো. খোরশেদ জর্জ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ স্থগিত নেতারা নিজ স্বার্থে বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থি বিভিন্ন অকর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি সুনির্দিষ্ট কারণ ব্যতীত দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি লক্ষ্যে দলের বিভিন্ন নেতা-কর্মীদের প্রকাশ্যে শারীরিক ভাবে নাজেহাল করে গুরুতর আহত করেন। এ বিষয়ে উপজেলা বাঘাইছড়ি পৌর বিএনপি জেলা বিএনপিকে বিষয়টি অবহিত করে।

আরও পড়ুন>>>যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরূপ অপকর্ম দলের সকল নির্দেশনা অমান্য করে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড চালিয়ে দলীয় সুনাম ও দলীয় শৃঙ্খলা নষ্ট করায় দলীয় সকল পর্যায়ের পদ-পদবি ও পদের কার্যক্রম দলের গঠনতন্ত্র ৫(গ) ধারা মোতাবেক পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পদ-পদবি ব্যবহার করিতে পারবে না।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়