Apan Desh | আপন দেশ

মুকসুদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত 

গোপালগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৪৯, ৮ মার্চ ২০২৫

আপডেট: ১৫:৫১, ৮ মার্চ ২০২৫

মুকসুদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত 

মুকসুদপুরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো- ‘অধিকার, সমতা ও ক্ষমতায়ন - নারী ও কন্যার উন্নয়ন।’

শনিবার (০৮ মার্চ) দিসটি উপলক্ষে সকাল ১০টায় ফারুক খান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আকতার।

আরওপড়ুন<<>>বাঘাইছড়িতে বিএনপির ৪ নেতার পদ স্থগিত 

উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের কিশোর-কিশোরী সংগঠনের জেন্ডার প্রমোটার মেহেরুমা তাবাসচ্ছুম ছোয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম মোস্তফা, ডা. রায়হান ইসলাম শোভন।

এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান। এছাড়া আরও মধ্যে বক্তব্য দেন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা জাকিয়া খাতুন, উপজেলা সাব-রেজিস্টার নাজনীন জামান, উপজেলা আইসিটি কর্মকর্তা আব্দুল বাতেন, উপজেলা তথ্য কর্মকর্তা শব্দাবলী বিশ্বাস, মুকসুদপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. ছিরু মিয়া, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, লিপি কুনতা ও কিশোর-কিশোরী সংগঠনের সদস্য ছিনা ইসলাম প্রমুখ।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়