Apan Desh | আপন দেশ

‘জনগণের মাল জনগণের হবে’ বলায় বিএনপি নেতাকে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৬, ৮ মার্চ ২০২৫

‘জনগণের মাল জনগণের হবে’ বলায় বিএনপি নেতাকে হত্যা

রফিকুল ইসলাম মল্লিক।

চুয়াডাঙ্গার সদর উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম মল্লিক (৫০) নিহত হয়েছেন। নিহত রফিকুল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।  

শনিবার (০৮ মার্চ) সকাল ১০টার দিকে তিতুদহ ইউনিয়ন কাউন্সিলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম তিতুদহ কাউন্সিলপাড়ার রহিম উদ্দিন মল্লিকের ছেলে। নিহতের পরিবার এ ঘটনায় তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক মো. টোটনসহ তার অনুসারীদের দায়ী করেছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। তবে তাদের নাম–পরিচয় পাওয়া যায়নি।

নিহত রফিকুল ইসলামের স্ত্রী নাহিদা খাতুন অভিযোগ করে বলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন, সাধারণ সম্পাদক টোটন ও তাদের অনুসারী আকাশ, সাগর, রিপন পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।

হামলার বিষয়ে নাহিদা খাতুন বলেন, টিসিবির মাল নিয়ে গ্যাঞ্জাম হয়েছে। ওরা (হামলাকারীরা) মাল আটকি রাখেলো। রফিক বুলেলো, জনগণের মাল জনগণেরই দিতি হবে। এ জন্য তারা হামলা চালিয়েছে।

আরও পড়ুন>>>বিএসএফের গুলিতে ফের বাংলাদেশি যুবক নিহত

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ, পুলিশের দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানাসহ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তদন্ত করার পরই জানানো যাবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়