Apan Desh | আপন দেশ

টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৭, ৮ মার্চ ২০২৫

টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

ছবি: আপন দেশ

চুয়াডাঙ্গায় টিসিবি ও ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির এক নেতা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। 

শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। 

নিহত বিএনপি নেতা হলেন ওই ইউনিয়নের মৃত আব্দুর রহিমের ছেলে রফিকুল ইসলাম রফিক (৫০)। তিনি একই ইউনিয়নের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

স্থানীয়রা জানায়, টিসিবি ও ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন গ্রুপ ও সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এ দ্বন্দ্ব নিরসনে শনিবার সকালে ইউনিয়ন পরিষদে আলোচনায় বসেছিলেন দুপক্ষের নেতাকর্মীরা। এ সময় প্রতিপক্ষ গ্রুপের লোকজন ধারালো অস্ত্র নিয়ে রফিকসহ তার সমর্থকদের ওপর হামলা চালায়।

আরওপড়ুন<<>>বোনের বাড়িতে শিশু ধর্ষণের ঘটনায় সব আসামি গ্রেফতার

এরপরই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলেই রফিক নিহত হন। এছাড়া আহত হয়েছেন রফিকের ভাই শফিকসহ অন্তত ৭-৮ জন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস জানান, দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে সংঘর্ষের মূল কারণ উদঘাটনে পুলিশ ও ডিবি কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারাসহ সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়