
পাবনার চাটমোহরে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর
পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারের জেরে পাবনার চাটমোহরে বিএনপি নেতার বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শুক্রবার (০৭ মার্চ) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগের তীর চাটমোহর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক একরামুল হক মামুনের বিরুদ্ধে।
ভুক্তভোগী বিএনপি নেতা হলেন, ফৈলজানা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, এলাকার আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে ধরে মামুনের নেতৃত্বে তার ১০ থেকে ১২ জন সহযোগী শুক্রবার বিকেলে আমার বাড়িতে হামলা করে। এতে বাড়িতে থাকা নারীরা আতংকিত হয়ে পড়ে। এ সময় আমি বাড়িতে ছিলাম না।
হামলাকারীরা বাড়ির প্রধান ফটকে ভাঙচুরের চেষ্টা করে। না পেরে পেছন দিকে গিয়ে টিনের ঘর ও রান্নাঘর ভাঙচুর করে। এছাড়া বসতঘরের জানালা ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দেয়। মামুন ও তার লোকজন চলে যাওয়ার পর বাড়ির নারীরা আগুন নেভায়।
আরওপড়ুন<<>>ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধরের ঘটনায় মামলা, গ্রেফতার ১
ফৈলজানা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক পালন বলেন,সাইফুল ইসলামের বাড়ি ভাঙচুরের ঘটনা জানতে পেরেছি। বিষয়টি দু:খজনক। নিজ দলের নেতাকর্মীদের এমন আচরণ মেনে নেয়া যায়না। আমি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নেতাদের কাছে দাবি জানাচ্ছি।
একরামুল হক মামুন অভিযোগ অস্বীকার করে বলেন, মিনহাজ মোড় জামে মসজিদের চাল চুরির ঘটনা এলাকাবাসী জেনে যাওয়ায় সাইফুল ইসলাম ও তার লোকজন মুসুল্লীদের বাড়িতে গিয়ে মারধর করেছে। সে ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী তার বাড়ি ভাঙচুর করেছে। এখানে আমি জড়িত নই। সাইফুল ইসলাম আমার দিকে মিথ্যা অভিযোগ ছুঁড়ছেন।
এ বিষয়ে চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।