
ফাইল ছবি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আগামী গ্রীষ্মে লোডশেডিংয়ের পরিমাণ সে সময়ের তাপমাত্রার ওপর নির্ভর করবে।
তিনি বলেন, গরমে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রীর মধ্যে রাখতে হবে।
শনিবার (০৮ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরীর দক্ষিণ আগ্রাবাদের আবিদার পাড়া এলাকা পরিদর্শনে গিয়ে এসব বলেন বিদ্যুৎ উপদেষ্টা।
আরওপড়ুন<<>>দেশটা কি কাপুরুষের দেশ হয়ে গেল: উপদেষ্টা শারমীন
মুহাম্মদ ফাওজুল কবির বলেন, আগামী বর্ষার মধ্যে জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে না। এটি সমাধান করতে আরও সময় লাগবে। জনগণকে ড্রেন, খাল-নালার মধ্যে প্লাস্টিক ও পলিথিন না ফেলার আহবানও জানান তিনি।
এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর খাল ও নালাগুলো পরিষ্কার করার সময় কারও বিল্ডিং বা স্থাপনা থাকলে তা ভেঙে ফেলা হবে।
তিনি বলেন, কোনো ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে কাজকে অগ্রাধিকার দেয়া হবে। এ সময় পরিবেশ রক্ষায় নগরবাসীকে সচেতন হওয়ার আহবান জানান চসিক মেয়র।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।