Apan Desh | আপন দেশ

সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্র-রাজমিস্ত্রি নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:২৫, ৯ মার্চ ২০২৫

সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্র-রাজমিস্ত্রি নিহত

ছবি : আপন দেশ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায়  মাদরাসা ছাত্র ও রাজমিস্ত্রি নিহত হয়েছেন। প্রথম দুর্ঘটনা ঘটে শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় ভালুকা পৌরসভার মল্লিকবাড়ি মোড়ে। দ্বিতীয়টি রোববার (৯ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি কলেজ এলাকায়। 

নিহতরা হলেন মল্লিকবাড়ি ইউনিয়নের সাতেঙ্গা গ্রামের মাদরাসা ছাত্র উবায়দুল ইসলাম (২০) ও নারাঙ্গী গ্রামের রাজমিস্ত্রি আল আমিন (২৫)।

ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় উবায়দুল ইসলাম তিন বন্ধুকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে ভালুকা বাজারের পাঁচরাস্তা মোড় থেকে কাঁঠালি নায়েবের বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মল্লিকবাড়ি মোড়ে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে চাপা দিলে উবায়দুল ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা সিজান ও ফাহাদ নামের দুই বন্ধুসহ অপর এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত উবায়দুল প্রবাসী সুরুজ মিয়ার একমাত্র সন্তান ছিলেন এবং স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতেন।

রোববার সকাল সাতটায় ভালুকা সরকারি কলেজ সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পথ পারাপারের সময় ঢাকাগামী একটি অজ্ঞাতনামা গাড়ির চাপায় প্রাণ হারান আল আমিন। আল আমিন নারাঙ্গী গ্রামে নানার বাড়িতে মা ও দুই ছোট ভাই-বোনের সঙ্গে বসবাস করতেন এবং রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতেন। স্থানীয়রা জানান, তিনি নিয়মিত ওই সড়ক দিয়ে কাজে যাতায়াত করতেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে গতি কমানোর জন্য স্পিড ব্রেকার ও ট্রাফিক পুলিশের অভাব রয়েছে। গত কয়েক মাসে এ সড়কে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা চলছে বলে তাদের দাবি।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, উভয় ঘটনায় নিহতদের লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারকে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও গাড়িচালকদের শনাক্ত করতে তদন্ত চলছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়