Apan Desh | আপন দেশ

ট্রাক্টর চাপায় দুই এইচএসসি পরিক্ষার্থী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৫, ৯ মার্চ ২০২৫

আপডেট: ১৭:১৭, ৯ মার্চ ২০২৫

ট্রাক্টর চাপায় দুই এইচএসসি পরিক্ষার্থী নিহত

প্রতীকী ছবি

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টর চাপায় দুই এইচএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (০৯ মার্চ) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পাণ্ডুল ইউনিয়নের মিনাবাজার ঢেঁকিয়ারাম এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সৌরভ আলী (১৯) ও বকিয়ত আলীর ছেলে প্লাবন মিয়া (১৮)। 
তারা কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

আরওপড়ুন<<>>আ.লীগ নেতাকে নিয়ে নারী দিবস পালন, সমালোচনার ঝড়

স্থানীয়রা জানান, সৌরভ ও প্লাবন দুই বন্ধু পার্শ্ববর্তী ‌চিলমারী উপজেলার থানাহাট বাজার থেকে মোটরসাইকেল যোগে উলিপুর ফিরছিল। পথিমধ্যে নিরাশির বাজার বটতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান সৌরভ। এ সময় গুরুতর আহত অবস্থায় প্লাবনকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চি‌কিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দু‌টি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়