
বগুড়ায় সৌদি বাদশার খাদ্য ঝুড়ির উপহার বিতরণ করা হয়
বগুড়ায় সৌদি বাদশা সালমানের ত্রাণ ও মানবিক সেবা কেন্দ্রের অর্থায়নে ২৪ কেজি ওজনের খাদ্য ঝুড়ির উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) বেলা ১১টায় শহরের মালতিনগর হাইস্কুল মাঠে সুনবুলাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও পৌরসভার ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিপার আল-বখতিয়ার। এ সময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ জামিলুর রহমান, যুবদল নেতা ফারুকুল ইসলাম ফারুক , সুলতান আহম্মেদ, আইনুল হক পলাশ, মাসুদ রানা মাসুদ, শহিদুল ইসলাম, ফারুক হোসেন, তিমির কান্তি রঞ্জন, পলোক চন্দ্র মোহন্ত ও আব্দুল হামিদ প্রমুখ।
আরওপড়ুন<<>>আমিরাতে লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি
অনুষ্ঠানে সিপার আল বখতিয়ার বলেন, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বন্ধুত্ব অতুলনীয়। ১৯৭৭ সালে বাদশাহ ফাহদের আমন্ত্রণে সৌদি আরব যান বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি সৌদি বাদশাহর জন্য উপহার হিসেবে সঙ্গে নিয়ে যান বেশ কিছু নিম গাছের চারা।
সে থেকে সৌদি আরব ও বাংলাদেশ পরস্পর অকৃতিম বন্ধু। বাংলাদেশের উন্নয়নের জন্য অর্থ সাহায্য চলমান রেখেছেন সৌদি আরব।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।