Apan Desh | আপন দেশ

তালাকপ্রাপ্তা নারীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৬, ৯ মার্চ ২০২৫

তালাকপ্রাপ্তা নারীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

গ্রেফতার প্রধান আসামি মো. খাইরুল ইসলাম

রাজশাহীর তানোরে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি মো. খাইরুল ইসলামকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শনিবার (০৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলার গোদাগাড়ী থানাধীন কাউপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ধর্ষক খাইরুল ইসলাম তানোর থানার সরনজাই (কাচারীপাড়া) এলাকার মো সাজ্জাদের ছেলে। রোববার (০৯ মার্চ) দুপুরে র‌্যাব-৫ এর পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরওপড়ুন<<>>যুব মহিলা লীগ নেত্রী বিথি গ্রেফতার

র‌্যাব জানায়, গত ২ মার্চ গত ২ রাজশাহীর তানোরে তালাকপ্রাপ্ত এক নারী ধর্ষণের শিকার হন। পরে এ ঘটনায় মামলা হয়। ওই মামলার প্রধান আসামি ছিলেন খাইরুল ইসলাম। এ মামলায় র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে রাজশাহীর গোদাগাড়ী থানাধীন কাউপাড়া এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে।

রোববার দুপুরে গ্রেফতার খাইরুলকে তানোর থানায় হস্তান্তর করা হয়। পরে তদন্তকারী কর্মকর্তা আসামিকে আদালতে সোপর্দ করলে বিচারক খাইরুলের জামিন নাম মঞ্জুর করে কারাগারে পাঠান।

আপন দেশ/এমএস 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়