
ছবি: আপন দেশ
জামালপুরে ‘মিথ্যা’ মামলায় হয়রানি ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি জাহিরুলকে গ্রেফতারের পর ছেড়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।
রোববার (০৯ মার্চ) দুপুরে শহরের দয়াময়ী চত্বরে ভুক্তভোগী পরিবারের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য দেন রত্না বেগম, ব্যবসায়ী হাবিবুর রহমান রতন, ইমরান কায়েস ও বাদী হাদিউল ইসলাম রাব্বীসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, শহরের বাগেরহাটা গ্রামে সন্ত্রাসী হামলায় হত্যাচেষ্টার মামলার আসামি জহিরুল ইসলামকে শনিবার (০৮ মার্চ) স্টেশন বাজারের হামদার্দ আয়ুর্বেদিক থেকে এসআই বিজন কুমার চন্দ্রের নেতৃত্নে গ্রেফতার করে পুলিশ। কিন্তু আসামিকে আদালতে সোপর্দ না করে উৎকোচের বিনিময়ে ছেড়ে দেয়া হয়। আসামি ছেড়ে দেয়ার অভিয়োগে পুলিশের উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক ও এসআই বিজন কুমার চন্দ্রের অপসারণের দাবি জানাচ্ছি।
তারা আরও বলেন, ওই মামলার পর আসামি পক্ষের ঝর্ণা বেগম বাদি হয়ে উল্টো আমাদের নামে হয়রানিমূলক মামলা দায়ের করেছে। অবিলম্বে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এজহারভুক্ত আসামিকে ছেড়ে দেয়াসহ মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে ওসি এবং এসআইকে অপসারণের দাবি জানাচ্ছি। অন্যথায় স্বারকলিপিসহ জামালপুরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিয়ে মাঠে নামবো।
আরও পড়ুন <<>>ছাত্রী ধর্ষণচেষ্টায় মাদরাসা শিক্ষক গ্রেফতার
এজাহারভুক্ত আসামি ছেড়ে দেয়ার বিষয়ে জানতে চাইলে ওসি আবু ফয়সল মো.আতিক বলেন, এজারভুক্ত আসামিকে ছাড়া যাবে না এটা আইনেও নেই। মামলাটির তদন্ত চলছে। জাহিরুল এজহারভুক্ত আসামি কিনা আমার জানা নেই। এজহারভুক্ত আসামি হলে পুনরায় গ্রেফতার করা হবে।
তবে ঘুষ নিয়ে আসামি ছেড়ে দেয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি। ওসি বলেন, এটা ষড়যন্ত্রমূলক অপ্রপ্রচার।
বাদী হাদিউল ইসলাম রাব্বীর অভিযোগ, মামলার শুরু থেকেই ওসির ভূমিকা রহস্যজনক। প্রতিপক্ষের ‘মিথ্যা’ মামলাও নেন তিনি। এজহারভুক্ত আসামি গ্রেফতারের পর মোটা অংকের ঘুষ খেয়ে আসামি ছেড়ে দেয়া হয়েছে।
তিনি আরও দাবি করেন, আসামি এজহারভুক্ত কিনা না জেনেই পুলিশ গ্রেফতার করেছে? গ্রেফতারের পর ছেড়ে দেয়ার অভিযোগ উঠার পর ওসি বলছে, এজহারভুক্ত আসামি কিনা জানা নেই। ফের গ্রেফতারের কথা বলায় ওসি প্রমাণ করেছে তিনি ঘুষ নিয়ে আসামি ছেড়ে দিয়েছেন। এ ঘটনায় ওসি ও এসআইয়ের অপসারণ দাবি করছি।
আপন দেশ/এমএস/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।