Apan Desh | আপন দেশ

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৭, ১০ মার্চ ২০২৫

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

ছবি : আপন দেশ

দেশে যেন ধর্ষণের মহামারি লেগেছে। শিশু থেকে শুরু করে মধ্যবয়সী নারীরাও যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। মাগুরায় আপন বোনের শ্বশুর কর্তৃক আট বছরের শিশু ধর্ষণের রেশ কাটতে না কাটতেই এবার প্রকাশ্যে এল পিতার দারা কন্যা ধর্ষণের খবর। চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে শিশুকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। 

রোববার (৯ মার্চ) রাতে তাকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে প্রদীপ কুমার বণিক নামে একজনকে আমরা আটক করে থানায় এনেছি। স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে ঘটনাটি আমাদের জানায়। ভিকটিমকে তার মা এবং খালার সঙ্গে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার একটি ভিডিওচিত্র ওই মেয়ে কৌশলে ধারণ করেছে বলে জানতে পেরেছি। তবে সেটি এখনো হাতে পাইনি। এ ঘটনায় মামলা হলে ২২ ধারায় জবানবন্দি নেবো। তখন বিস্তারিত জানা যাবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়