Apan Desh | আপন দেশ

ভারতে পাচারকালে ১৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৮, ১০ মার্চ ২০২৫

আপডেট: ১৫:২০, ১০ মার্চ ২০২৫

ভারতে পাচারকালে ১৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ছবি: আপন দেশ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টকালে ১৫টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি ৩৫ লাখ টাকা।

রোববার (০৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার আবাদের হাট এলাকা স্বর্ণের বারসহ ওই চোরাকারবারিকে আটক করা হয়। 

আটক ব্যক্তির নাম মো. সোহেল উদ্দিন (৫৫)। তিনি কলারোয়া উপজেলার আইস পাড়া গ্রামের হামেজ উদ্দীনের ছেলে।

সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দফতরের অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আরওপড়ুন<<>>শিশু ধর্ষণ: মধ্যরাতে চার আসামির রিমান্ড মঞ্জুর 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবির অধিনস্থ ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার সুবেদার এম এম কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল আবাদের হাট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ইজিবাইক এবং দুটি মোবাইলসহ চোরাকারবারি সোহেল উদ্দীনকে আটক করে। পরে ইজিবাইক তল্লাশি করে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায়  ১ কেজি ৮শ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

ইজিবাইকসহ জব্দ স্বর্ণের মূল্য আনুমানিক দুই কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২শ টাকা। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জব্দ স্বর্ণেল বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। আটক চোরাকারবোরিকে থানায় সোর্পদ করা হয়েছে বলেও জানান তিনি।

আপন দেশ/এমএস 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়