Apan Desh | আপন দেশ

ছাত্র হত্যাকারী আ.লীগ নেতার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫২, ১০ মার্চ ২০২৫

আপডেট: ১৫:৫৪, ১০ মার্চ ২০২৫

ছাত্র হত্যাকারী আ.লীগ নেতার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

পাবনা সদর উপজেলায় এএমবিডি ব্রিকস ইটভাটা গুড়িয়ে দেয়া হয়

পাবনা সদর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুই শিক্ষার্থীকে গুলি করে হত্যাকারী আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খানের ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

সোমবার (১০ মার্চ) সকালে সদর উপজেলার দোগাছীতে অভিযান চালিয়ে এএমবিডি ব্রিকস নামের ওই অবৈধ ভাটা গুড়িয়ে দেয়া হয়।

আবু সাঈদ খান সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাঁড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

বিষয়টি নিশ্চত করেছেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন। তিনি জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়াই ইটভাটাটির কার্যক্রম চলছিল। এজন্য সকালে অভিযান চালিয়ে ভাটাটি গুঁড়িয়ে দেয়া হয়েছে।‌ অবৈধ ইটভাটা চলতে দেয়া হবে না। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরওপড়ুন<<>>মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

অভিযানের সময় জেলা পরিবেশ অধিদফতরের ইন্সপেক্টর আব্দুল মোমিন, সেনাবাহিনী, জেলা আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল গফুর জানান, সদর উপজেলায় ৬২টি ইটভাটা রয়েছে। এর মধ্যে‌ ৯টি বৈধ আর ৫১টিই‌ অবৈধভাবে চলছিল। ইতোমধ্যে ৫টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছি। বাকিগুলোতেও অভিযান চলবে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট পাবনা শহরের ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ চলাকালে হঠাৎ শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলিবর্ষণ করেন আবু সাঈদ খান। এতে ঘটনাস্থলেই মাহবুব হাসান নিলয় (১৪) ও জাহিদুল ইসলাম (১৯) নামের দুই শিক্ষার্থী নিহত। এছাড়া অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় দুটি মামলার প্রধান আসামি আবু সাঈদ খান। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন তিনি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়