Apan Desh | আপন দেশ

সীমান্ত হত্যা বন্ধে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৮, ১০ মার্চ ২০২৫

আপডেট: ১৯:৫৯, ১০ মার্চ ২০২৫

সীমান্ত হত্যা বন্ধে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক

ছবি: আপন দেশ

পঞ্চগড়ের বাংলাবান্ধায়  সীমান্ত হত্যা বন্ধে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) বিকেলে বাংলাবান্ধা ফুলবাড়ি জিরো লাইন সীমান্তে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরগাঁ সেক্টর কমান্ডার কর্ণেল গোলাম রব্বানী ও বিএসএফের পক্ষে শিলিগুড়ি সেক্টর কমান্ডার পিকে সিং।

এ সময় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার কমান্ড্যান্টসহ উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, রোববার (০৮ মার্চ) পঞ্চগড় সদর উপজেলার সুঁইডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে আল আমিন (৩৭) নামে এক বাংলাদেশি নিহত হয়। এ ঘটনায় বিজিবি পক্ষ থেকে বৈঠকে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, সীমান্তে বিএসএফ মরণাস্ত্রের ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করেছে।

আরওপড়ুন<<>>নাতনিকে ধর্ষণের চেষ্টা, দাদা গ্রেফতার

পরে বিএসএফ এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি আগামীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য সর্তক থাকবে বলে বিজিবিকে আশ্বস্ত করেছে। এছাড়া নিহত আল আমিনের মরদেহ হস্তান্তরে আইনী প্রক্রিয়া শেষে দ্রুতই হস্তান্তর করবে বলে জানিয়েছে বিএসএফ।

বৈঠকে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে বলা হয়েছে, সীমান্তে কেউ আটক হলে তার সঙ্গে মরণাস্ত্র ব্যবহার না করে অন্য কিছুর ব্যবহার করা যেত। তাছাড়া বিজিবিকে জানালে বিজিবি যথাযথ ব্যবস্থা গ্রহন করতো। 

কর্ণেল গোলাম রব্বানী আরও বলেন, সীমান্তে বিজিবি টহল ২৪ ঘন্টা অব্যাহত থাকে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, হত্যা বন্ধে স্থানীয়দের মধ্যে সচেতনতামূলক সভা, কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া সার্বক্ষণিক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়