
ছবি: আপন দেশ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা।
সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার গিমাডাঙ্গা পূর্ব পাড়ার নিজ বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে গেলে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ছাত্রলীগ নেতা হলেন লিঙ্কন মোল্লা। তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন লিংকন।
আরওপড়ুন<<>>মার্কিন নারীকে শ্লীলতাহানি, কক্সবাজারে যুবক আটক
স্থানীয় সত্রে জানা যায়, এদিন বিকেলে লিঙ্কন তার মায়ের সঙ্গে দেখা করতে বাড়িতে যান। এ সময় খবর পেয়ে পুলিশের একটি দল তার বাড়িতে যায়। লিঙ্কন পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির দেওয়াল টপকে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে গ্রেফতার করে পুলিশ।
টুঙ্গিপাড়া থানার এসআই মনির হোসেন বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লা খান সাহেব স্কুলের সামনে পুলিশের গাড়ি ভাঙচুর ঘটনায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলার এজাহার নামিয় ৮০ নাম্বার আসামি। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।