
ছবি: আপন দেশ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ভাগ্নিকে ধর্ষণচেষ্টা মামলায় মামা সামিউল আলিম ওরফে শিহাবকে (২২) গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার (১০ মার্চ) গভীর রাতে নাটোরের সদর উপজেলার ছাতনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শিহাবের বাড়ি পুঠিয়ার সরিষাবাড়ি বাজারে।
আরওপড়ুন<<>>নাতনিকে ধর্ষণের চেষ্টা, দাদা গ্রেফতার
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, গত ২৬ ফেব্রুয়ারি শিহাব তার দূরসম্পর্কের এক ভাগ্নির বাড়ি যায়। তখন তার ভাগ্নি নামাজ পড়ছিল। ওই সময় শিহাব পেছন থেকে তাকে জাপটে ধরে এবং টানা হেঁচড়া করে শ্লীলতাহানি করে।
এ ঘটনায় তার বিরুদ্ধে পুঠিয়া থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন ভুক্তভোগী। মামলার পর থেকেই শিহাব পলাতক ছিল। গ্রেফতারের পর তাকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।