Apan Desh | আপন দেশ

নোয়াখালীতে নিখোঁজ  যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৪, ১২ মার্চ ২০২৫

আপডেট: ১৫:৪৫, ১২ মার্চ ২০২৫

নোয়াখালীতে নিখোঁজ  যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি: আপন দেশ

নোয়াখালীর সদর উপজেলায় মেহগনি বাগান থেকে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ইঁদুর মারা বিষ খেয়ে ওই যুবক আত্মহত্যা করে।  

বুধবার (১২ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামে মেহগনি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

ওই যুবকের নাম মনির হোসেন ওরফে কামরুল (২৫)। তিনি উপজেলার করিমপুর গ্রামের নুর নবী গাজীর ছেলে।

আরওপড়ুন<<>>মাগুরার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি

পুলিশ জানায়, এদিন সকাল ১০টার দিকে স্থানীয় এক বাসিন্দা ওই গ্রামের কালামিয়া পোল সংলগ্ন মেহগনি বাগানের পাশে গরুর জন্য ঘাস কাটতে যায়। এ সময় তিনি সেখানে কামরুলের  অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে লোকজন এগিয়ে যান। পরে ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সুধারাম থানার এসআই শ্রীবাস চন্দ্র দাস বলেন, কামরুল বেকার ছিলেন। তিন দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। তার মরদেহের পাশে ইঁদুর মারার বিষের ওষুধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঁদুরের বিষ খেয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

আপন দেশ/এমএস      
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়