
ছবি: আপন দেশ
শরীয়তপুরের নড়িয়ায উপজেলায় পদ্মা নদীতে নোঙর করা জিওব্যাগ বোঝাই একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। এতে বাল্কহেডের ভেতরে থাকা দুই কর্মচারী নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘাটে নোঙর করা বাল্কহেডের দড়ি ছিড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মহসিন এক্সপ্রেস নামের একটি বাল্কহেড জিওব্যাগ নিয়ে নড়িয়ার কেদারপুর এলাকার পদ্মা নদীর পাড়ে নোঙ্গর করা ছিল। বাল্কহেডের সামনের অংশের জিওব্যাগ নামানো হলেও পেছনের দিকে বোঝাই ছিল। এতে পেছনের দিকে অতিরিক্ত চাপ থাকায় মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে বাল্কহেডটির রশি ছিড়ে মুহূর্তেই পানির মধ্যে তলিয়ে যায়।
আরওপড়ুন<<>>বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হেনস্থা, অভিযুক্ত গ্রেফতার
এ সময় বাল্কহেডের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা দুজন কর্মচারী নিখোঁজ হয়। পরে ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। তবে শরীয়তপুরে ডুবুরি দল না থাকায় ভোররাতে মাদারীপুর থেকে একটি ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।
এ ব্যাপারে মাদারীপুর ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত হোসেন বলেন, খবর পাওয়ার পর ডুবুরি দলের উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে পানির গভীরতা বেশি থাকায় বাল্কহেডটির সন্ধান পাওয়া সম্ভব হয়নি।
নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা বলেন, পেছনের অংশে অতিরিক্ত চাপের কারণে বাল্কহেডটি ডুবে গিয়ে ২ জন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।