Apan Desh | আপন দেশ

ধর্ষণের দায়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যের বিরুদ্ধে ফের ধর্ষণ মামলা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৪, ১২ মার্চ ২০২৫

আপডেট: ১৯:৩১, ১২ মার্চ ২০২৫

ধর্ষণের দায়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যের বিরুদ্ধে ফের ধর্ষণ মামলা

প্রতীকী ছবি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ধর্ষণের দায়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যের বিরুদ্ধে আবারও গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে।

ওই পুলিশ সদস্যের নাম আবদুল হান্নান মন্ডল (৬৫)। তিনি উপজেলার খামার বালুয়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।  এদিকে, ঘটনার পাঁচদিনেও অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কিশামত কেওয়াবাড়ি এলাকার প্রতিবেশী গৃহবধূর বাড়িতে নানা শ্বশুর হিসেবে যাতায়াত করতেন আবদুল হান্নান। নানা প্রলোভন দিয়ে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন তিনি। গত ৭ মার্চ ইফতারের পরে ওই গৃহবধূর বাড়িতে আতর্কিতভাবে প্রবেশ করে আবদুল হান্নান। কিছু বোঝার আগেই ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগী চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে মান্নান পালিয়ে যায়। এ ঘটনা ধামাচাপা দেয়ার জন্য ওই গৃহবধূর স্বামীকে চাপ দেয়।

আরওপড়ুন<<>>স্ত্রীর সম্ভ্রম রক্ষায় উপাধ্যক্ষকে কুপিয়ে মারে স্বামী

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর ইউপি চেয়ারম্যান ও মেম্বার ধর্ষণের বিষয়টি অর্থের বিনিময়ে ধামাচাপার দেয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে ওই গৃহবধূকে জোরপূর্বক সালিশ নামায় স্বাক্ষর নেয়ার জন্য বাড়ি থেকে তুলেও নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ৯৯৯ এ ফোন করে ভুক্তভোগীর পরিবার। খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগী 
গত ৯ মার্চ পলাশবাড়ী থানায় আবদুল হান্নানকে আসামি করে মামলা দায়ের করেন।

পলাশবাড়ি থানার ওসি জুলফিকার আলী ভুট্টো বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আসামিকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

উল্লেখ্য, আবদুল হান্নান মন্ডল পুলিশের কনস্টেবলে পদে কর্মরত থাকাকালীন অবস্থায় ধর্ষণের দায়ে কয়েক বছর আগে চাকরিচ্যুত হন। আবারও তিনি একই অপরাধে আসামি হয়েছেন। ঘটনার পর থেকেই হান্নান মন্ডল পলাতক রয়েছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়