
ছবি: আপন দেশ
নরসিংদী জেলায় অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। আগামী শনিবার (১৫ মার্চ) ৬-১১ মাস বয়সী এবং ১১-৫৯ মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে এ ক্যাপসুল।
এ বছর জেলায় ৩ লাখ ৭১ হাজার ৪৫৮ শিশুকে খাওয়ানো হবে ‘এ’ প্লাস ক্যাপসুল। জেলাজুড়ে ১ হাজার ৭শ ৬৪ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।
বুধবার (১২ মার্চ) সকালে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, সিভিল সাজর্ন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম।
আরওপড়ুন<<>>ধর্ষণের দায়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যের বিরুদ্ধে ফের ধর্ষণ মামলা
এ সময় জানানো হয়, প্রতি ৬ মাস পর পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হলেও উদ্বুদ্ধ পরিস্থিতিতে গত ক্যাম্পেইন করা সম্ভব হয়নি। তাই আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য ভিটামিন ক্যাম্পেইন অতিব জরুরি। তাই সকল কর্মীদের যথাযথ দায়িত্বশীল হওয়ার পাশাপাশি শিশুদের অভিভাবকদের গুরুত্ব সহকারে ভিটামিন খাওয়ানোর পরামর্শ দেয়া হয়।
এ সময় নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।