Apan Desh | আপন দেশ

‘অবশ্যই সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১০, ১৩ মার্চ ২০২৫

‘অবশ্যই সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে’

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই হতে হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে খুলনা মহানগর ও জেলা, বাগেরহাট, সাতক্ষীরা এবং নড়াইল বিএনপির সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনি রোডম্যাপ দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে।

নগরীর ওয়েস্টার্ন ইন হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, জয়ন্ত কুমার কুন্ডসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির এ সময় বক্তব্য রাখেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়