Apan Desh | আপন দেশ

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৭, ১৩ মার্চ ২০২৫

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬

ফাইল ছবি

ঝিনাইদহের মহেশপুরে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে। বুধবার (১৩ মার্চ) রাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় মাদরাসা মোড় এলাকায় এ সংঘর্ষ হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে শ্যামকুড় বাজার মাদরাসা মোড় এলাকায় বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেটি সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এসময় লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এতে অন্তত ৬ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয়রা জানায়, মহেশপুরে বেশ কিছুদিন ধরে বিএনপি ও জামায়াতের মধ্যে চরম বিরোধ চলছে। দল দুটির কর্মীরা পাল্টাপাল্টি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে। এ উত্তেজনার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন>>>রোজা না রাখায় হেনস্তা, ক্ষমা চাইলেন ব্যবসায়ী নেতা

সংঘর্ষের খবর পেয়ে মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে এখনো কোনো মামলা হয়নি বা কাউকে আটক করা হয়নি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়