Apan Desh | আপন দেশ

রাজস্থলীতে অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, নিহত ১

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৩, ১৩ মার্চ ২০২৫

রাজস্থলীতে অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, নিহত ১

প্রতীকী ছবি

রাঙামাটির রাজস্থলী উপজেলায় বেপরোয়া গতির একটি খালি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে এক নারী নিহত ও দুইজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন ডাকবাংলা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, চন্দ্রঘোনা থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয় দ্রুতগামী খালি ট্রাকটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শিবানী চাকমা (৬০) মারা যান। তিনি জুরাছড়ি উপজেলার পানকাটা পাড়ার বাসিন্দা এবং তার স্বামীর নাম সুরেশ তঞ্চঙ্গ্যা।

দুর্ঘটনায় আহতদের মধ্যে অটোরিকশাচালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত অন্য দুইজনের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন>>>ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬

চন্দ্রঘোনা থানার ওসি তদন্ত মো. ইমরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ট্রাকের হেলপারকে আটক করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে থানার হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়