
মানববন্ধনে জেলা ক্লিনিক ও অনার্স অ্যাসোসিয়েশনের নেতারা।
সাতক্ষীরায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করেন মনিরুল ইসলাম মনি ও তার সহযোগী গাজী ফরহাদ। তারা সিন্ডিকেটের অন্যতম নেতা। মনিরুল-ফরহাদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১২টায় সাতক্ষীরা নিউ মার্কেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা ক্লিনিক ও অনার্স অ্যাসোসিয়েশনের নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, মনি-ফরহাদ সিন্ডিকেট সাতক্ষীরায় চাঁদাবাজির স্বর্গরাজ্য গড়ে তুলেছে। সম্প্রতি সাতক্ষীরা ট্রমা সেন্টারে গিয়ে প্রতি মাসে ৫০ হাজার টাকা দাবি করেছে। টাকা না দিলে ক্লিনিক চালাতে দেয়া হবে না বলে হুমকি দেয়। অবিলম্বে মনি ও ফরহাদকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।
আরও পড়ুন>>>ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬
বক্তারা আরও জানান, যুবলীগ নেতা মনিরুল ইসলাম মনি ও গাজী ফরহাদ এর আগেও নারী দিয়ে ফাঁদ পেতে চাঁদাবাজি করেছিলেন। সে সময় আওয়ামী লীগের কিছু নেতাদের সহযোগিতায় তারা রেহাই পেয়েছিলেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এসব চাঁদাবাজি থামাতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।