Apan Desh | আপন দেশ

সিএনজিতে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি, দুই যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৫, ১৪ মার্চ ২০২৫

আপডেট: ১৭:৩৬, ১৪ মার্চ ২০২৫

সিএনজিতে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি, দুই যুবক গ্রেফতার

ছবি: আপন দেশ

নোয়াখালীর বেগমগঞ্জে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রীকে হেনস্তা ও শ্লীলতাহানি করে ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেরল জব্দ করা হয়।

গ্রেফতার যুবকরা হলেন, উপজেলার নাজিরপুর এলাকার রাজুর ছেলে রবিন (২০) ও আলাইয়াপুর ইউনিয়নের শহীদুল ইসলামের ছেলে আরাফাত হোসেন অন্তর (২৩)।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে, একই দিন দুপুরের দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকার নূর হোসেনের বাড়ি থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (১২ মার্চ) নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ইফতার মাহফিল শেষে সন্ধ্যা পৌনে ৭টার দিকে মাইজদী বাসায় যাওয়ার উদ্দেশে সিএনজিতে ওঠে কলেজের ১৫তম ব্যাচের ওই ছাত্রী। কিছুদূর যাওয়ার পর সিএনজিতে থাকা ৫ জন পুরুষের মধ্যে একজন তার মুখ চেপে ধরে বাকি ৪ জন ভিকটিমের কোলে বসে পড়ে। কিছুক্ষণ পর আরও ১ জন সিএনজিতে ওঠলে সবাই মিলে ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তা ও শ্লীলতাহানি করে তার চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে দেয়।

আরওপড়ুন<<>>মাধুরীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কংগ্রেস নেতার

এ সময় তারা ছাত্রীর ব্যাগ থেকে টাকা, একটি এটিএম কার্ড ও একটি মোবাইল নিয়ে যায়। মোবাইলের পাসওয়ার্ড ও বিকাশের পাসওয়ার্ড দিতে বাধ্য করে ছাত্রীকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অভিযুক্তরা ভিকটিমের ক্ষতি সাধনের জন্য সিএনজিতে নিয়ে প্রায় আধা ঘন্টা ঘুরতে থাকে। একপর্যায়ে তারা ভিকটিমকে একলাশপুর বাজারের উত্তর পার্শ্বে নির্জন স্থানে নেয়ার চেষ্টা করলে ভিকটিম চিৎকার দেয়। পরে লোকজনকে এগিয়ে আসতে দেখে ওই ছাত্রীকে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।

মিঠুন কুমার কুণ্ডু আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে  দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়