
ছবি: আপন দেশ
মাদারীপুরের শিবচরে নিজ ক্লিনিকের নার্সকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে শিবচর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ভুক্তভোগী নার্স কয়েক বছর ধরে শিবচর ইউনাইটেড হসপিটালে চাকরি করতেন। কর্মরত থাকা অবস্থায় তাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গত ৭ মার্চ হাসপাতালের মালিকের বিরুদ্ধে মামলা করে ওই সেবিকার পরিবার। পরে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে আপেল মাহমুদকে গ্রেফতার করেন এসআই রেনুকা আকতার।
আরওপড়ুন<<>>৯ মিনিটেই শেষ ট্রেনের অগ্রিম টিকিট!
গ্রেফতার আপেল মাহমুদ শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম সেনেরচর এলাকার মৃত চানমিয়া শিকদারের ছেলে। তার বিরুদ্ধে শিশু ধর্ষণের মামলাও রয়েছে।
শিবচর থানার ওসি রতন শেখ জানান, ধর্ষণ মামলার আসামি আপেল মাহমুদের নামে এর আগেও শিশু ধর্ষণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। তার প্রতিষ্ঠানে কর্মরত এক নার্সকে ধর্ষণের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
অিঅপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।