
ছবি: আপন দেশ
শেরপুরের ঝিনাইগাতীতে মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) ভোরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নেত্রীর নাম আয়েশা সিদ্দিকা রূপালি। তিনি ঝিনাইগাতী উপজেলা মহিলা লীগের আহবায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য।
গ্রেফতার রুপালি তেঁতুলতলার আব্দুর রহিম পাগলার মেয়ে।
পুলিশ জানায়, আয়শা আক্তার রূপালির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় দায়েরকৃত একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে পুলিশ আজ ভোরে তেঁতুলতলার একটি বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে।
ঝিনাইগাতী থানার ওসি আল আমীন বলেন, গ্রেফতার আয়শা আক্তার রূপালিকে আদালতে পাঠানো হয়েছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।