
ছবি : আপন দেশ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেললাইন থেকে রেল ক্লিপ চুরি করার সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে রেলগার্ডের সদস্য। শুক্রবার (১৪ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের লো-ডাউন ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। চোরটি স্কুল ব্যাগে করে রেল ক্লিপ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখনই তাকে ধরে ফেলা হয়।
আটক ব্যক্তির নাম রাজন (২২)। তিনি ময়মনসিংহের কেওয়াটখালীর বাসিন্দা কাশেমের ছেলে বলে জানা গেছে।
এসময় বাকৃবিতে কর্মরত রেলওয়ের গেইটকিপার শাকিল বলেন, আওয়াজ শুনতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের লো- ডাউন ব্রিজ সংলগ্ন রেললাইনে গিয়ে ব্যাগভর্তি রেলক্লিপসহ একজন চোরকে আটক করি। তবে তার দলের বাকি ৪ জন তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে কথা বলতে চাইলে বাকৃবির পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, রাত ৮টা ৪০ মিনিটে রেলক্লিপ চুরি করা ওই চোরকে বাকৃবির পুলিশ ক্যাম্পে আটক করে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।