Apan Desh | আপন দেশ

বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১১, ১৫ মার্চ ২০২৫

বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু

প্রতীকী ছবি

নরসিংদীর পলাশে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে মিহাদ ইসলাম (১৮) ও আসাদুজ্জামান আসাদ (১৭) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের চরকা টেক্সটাইল ফ্যাক্টরির পাশে শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনার এক ঘণ্টার পর এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। অন্যজনের মরদেহ শনিবার (১৫ মার্চ) সকালে উদ্ধার করা হয়।

নিহত মিহাদ ইসলাম মিরপুর পলাশনগর এলাকার শাহজাহান বেপারির ও আসাদুজ্জামান আসাদ (১৭) সিরাজগঞ্জের কামরুল ইসলামের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার বিকেলে চার বন্ধু মিলে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে মিহাদ ও আসাদ গভীর পানিতে তলিয়ে যায়। তাদের খোঁজ না পেয়ে বাকি দুই বন্ধু স্থানীয়দের খবর দেয়।

আরওপড়ুন<<>>বিএনপি নেতার ‘যৌন কেলঙ্কারির’ ভিডিও ভাইরাল

পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে এক ঘণ্টা পর মিহাদের মরদেহ উদ্ধার করে। তবে আসাদের সন্ধান না পাওয়ায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথম দিনের অভিযান সমাপ্ত করা হয়। শনিবার সকালে পুনরায় অভিযান চালিয়ে আসাদের মরদেহ উদ্ধার করা হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ইদ্দিস আলী জানান, সাতার না জানায় দুই কিশোর গভীর পানিতে গিয়ে ডুবে মারা গেছে।

পলাশ থানার ওসি মো. মনির হোসেন জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়