
রাজশাহীতে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ
রাজশাহী রেল স্টেশনে ঢাকাগামী পদ্মা ও পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ট্রেনে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুটি ট্রেনেরই একটি করে বগি লাইনচ্যুত হয়।
শনিবার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়।
রাজশাহী রেলওয়ে সূত্রে জানা যায়, বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিট এলাকা থেকে স্টেশনের দিকে আসছিল। একই সময়ে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে ত্রুটি থাকার কারণে ধূমকেতু এক্সপ্রেস বাংলাবান্ধা এক্সপ্রেসকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মঈন উদ্দীন আজাদ জানিয়েছেন, সিগন্যালের ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, দুর্ঘটনার সময় উভয় ট্রেনেই কোনো যাত্রী ছিল না। বর্তমানে উদ্ধার কাজ চলছে।
আরওপড়ুন<<>>চাঁদা না পেয়ে শ্রমিকদের পেটালেন যুবদল নেতা
স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ধোলাই শেষে স্টেশনের দিকে ঢুকছিল। এ সময় ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে পুশব্যাক করার সময় হয়তো এলএম (লোকোমোটিভ) এর ভুল বোঝাবুঝি বা কোনো কারণে ট্রেনটি অপর দিক থেকে আসা বাংলাবান্ধা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে উভয় ট্রেনের একটি করে বগি লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, এখন পাকশি থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে। তবে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শুধু পদ্মা ট্রেনটি ঢাকার উদ্দেশে যেতে কিছু বিলম্ব হবে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।