
মুকসুদপুর উপজেলা আ.লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম মিয়া
গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় সিরাজুল ইসলাম মিয়া নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দুপুরে মুকসুদপুরের কাশালিয়ার ইউনিয়ন পরিষদের পাশ থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার সিরাজুল ইসলাম মিয়া মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কাশালিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
আরওপড়ুন<<>>‘নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত করে বাকিগুলো সংসদে করতে হবে’
গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামি কাশালিয়ার ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম মিয়া এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে সেখানে তাকে গ্রেফতার করা হয়।
আসামিকে সদর থানার হস্তান্তর করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে সিরাজুল ইসলামকে আদালতে পাঠানো হবে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।