Apan Desh | আপন দেশ

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানো সেই যুবদল নেতা বহিষ্কার

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৮, ১৫ মার্চ ২০২৫

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানো সেই যুবদল নেতা বহিষ্কার

ছবি: আপন দেশ

নেত্রকোণার মোহনগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় পৌর যুবদলের সদস্যসচিব ফয়সাল আহমেদ খোকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। তার কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাকর্মীদের অপকর্মের দায়দায়িত্ব দল নিবে না। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ফয়সাল আহমেদ খোকনের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, শুক্রবার (১৪ মার্চ) চাঁদা না পেয়ে জসিম উদ্দিন (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে যুবদল নেতা ফয়সাল আহমেদের বিরুদ্ধে। সেদিন সন্ধ্যায় মোহনগঞ্জ পৌর শহরের পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী ঢাকায় রিক্রুটিং এজেন্সি মেসার্স আফিফ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী।

আরওপড়ুন<<>>জামালপুরে ইউএনওর স্ত্রীর ওপর ছাত্রদল নেতার হামলা

ওই ব্যবসায়ীর স্ত্রী নিশা আকতার জানান, তারা পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। গত বছরের ৬ আগস্ট ফয়সাল আহমেদ তার স্বামীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু চাঁদা না দেয়ায় তিনি ক্ষিপ্ত হন। বৃহস্পতিবার জসিম উদ্দিন ঢাকা থেকে বাড়িতে আসেন। পরদিন পাথরঘাটা এলাকায় ইফতারি কিনতে গেলে ফয়সাল তার সহযোগীদের নিয়ে আমার স্বামীর ওপর অতর্কিতভাবে হামলা চালান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত যুবদল নেতা। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়