Apan Desh | আপন দেশ

পুকুর খননকালে মিলল ৬০ রাউন্ড বুলেট

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৫, ১৫ মার্চ ২০২৫

পুকুর খননকালে মিলল ৬০ রাউন্ড বুলেট

উদ্ধার করা বুলেট

ময়মনসিংহের ধোবাউড়ায় পুকুর খনন করতে গিয়ে রাইফেলের ৬০টি বুলেট পাওয়া গেছে।

শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় বুলেটগুলো উদ্ধার করে পুলিশ। 

পুলিশ জানায়, গোবিন্দপুর গ্রামে এখলাছ উদ্দিন ও তার ভাইদের পুকুর থেকে মাটি তোলা শুরু হয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) মাটি সরানোর সময় ৭-৮ ফুট নিচে যেতেই বুলেট বের হতে থাকে। ওইদিন শ্রমিকরা কাজ বন্ধ করে চলে যায়। পরদিন শুক্রবার (১৪ মার্চ) কাজ বন্ধ থাকলে শিশুরা খেলতে নামে এবং মাটি খুঁড়ে বুলেট পায়। পরে সেগুলো বাড়িতে নিয়ে গেলে বিষয়টি জানাজানি হয়।

আরওপড়ুন<<>>জামালপুরে ইউএনওর স্ত্রীর ওপর ছাত্রদল নেতার হামলা

খবর পেয়ে শনিবার দুপুর ১টার দিকে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আশেপাশের কয়েকটি বাড়ি থেকে ৬০ রাউন্ড বুলেট উদ্ধার করে। তবে বুলেটগুলো কারা রেখেছিল তা এখনও জানতে পারেনি পুলিশ।

ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার বলেন, পরিত্যক্ত অবস্থায় ৬০ রাউন্ড রাইফেলের বুলেট উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়