Apan Desh | আপন দেশ

দোকানের দেয়াল কেটে ৮০ ভরি স্বর্ণালংকার লুট

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৯, ১৫ মার্চ ২০২৫

দোকানের দেয়াল কেটে ৮০ ভরি স্বর্ণালংকার লুট

ছবি: আপন দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের কলেজ রোডের হাজী মার্কেটের অলংকার জুয়েলার্সে এ ঘটনা ঘটে। আটককৃতরা সেতু লাইব্রেরীর নামে একটি প্রতিষ্ঠানের তিন কর্মচারী।

স্থানীয়রা জানায়, অলংকার জুয়েলার্সের পাশ্ববর্তী সেতু লাইব্রেরীর ভেতর দিয়ে ঢুকে জুয়েলার্স দোকানের দেয়াল কেটে প্রায় ৮০ ভড়ি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। শনিবার (১৫ মার্চ) সকালে দোকান খুলে দেয়াল কাটা ও সিন্দুকে রাখা মুল্যবান স্বর্ণালংকার দেখতে না পেয়ে দোকান মালিক কার্তিক চন্দ্র সরকার চিৎকার ও কান্নাকাটি শুরু করে।

আরওপড়ুন<<>>বাংলাদেশে ঈদ কবে, যা বলছে আবহাওয়া দফতর

এ সময় স্থানীয় লোকজন তার দোকানে ছুটে যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে গোবিন্দগঞ্জ ওসি বুলবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কার্তিক চন্দ্র সরকার জানান, তার দোকানে থাকা প্রায় ৮০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। ড্রয়ারে নগদ দেড় লাখ টাকা ছিল, সেটাও নিয়ে গেছে। এক ভরি সোনার দাম প্রায় দেড় লাখ টাকা। এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও এসেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সেতু লাইব্রেরির তিন কর্মচারীকে থানায় আনা হয়েছে। চুরি যাওয়া মালামালসহ চোর গ্রেফতারে অভিযান চলছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়