Apan Desh | আপন দেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৩১, ১৬ মার্চ ২০২৫

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রেফতার

ছবি : আপন দেশ

আগেরবার গ্রেফতাররেরসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে গিয়েছিল চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। তিন মাস পালিয়ে থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে এ সন্ত্রাসী। শনিবার (১৫ মার্চ) রাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে তাকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) একটি বিশেষ টিম। 

গ্রেফতারের পর সাজ্জাদকে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম। তিনি জানান, ছোট সাজ্জাদকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য বের করা হবে। 

পুলিশ জানায়, ৪-৫ মাস ধরে প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে সাজ্জাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল নগর পুলিশ। সাজ্জাদকে ধরার জন্য সিএমপি উত্তর জোনের ডিসি আমিরুল ইসলাম ও অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ জাহাঙ্গীরের নেতৃত্বে একটি টিম ঢাকায় গোপন অভিযান চালান। চট্টগ্রামের অন্যতম শীর্ষ এই সন্ত্রাসীর গ্রেফতারে স্বস্তি ফিরেছে চট্টগ্রামের পাচলাইশ, বায়েজিদ ও চান্দগাও থানা এলাকায়। 

জানা গেছে, পুলিশ হেডকোয়ার্টারের ইন্টেলিজেন্স টিম সন্ত্রাসী ছোট সাজ্জাদের সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করে, যা ছিল ঢাকার পান্থপথে অবস্থিত আধুনিক শপিং মল বসুন্ধরা সিটি। সিএমপি পুলিশের সাদা পোশাকের একটি দল আগে থেকেই সেখানে অবস্থান নেয়। সাজ্জাদ যখন ঈদের শপিং করতে শপিংমলের একটি দোকানে প্রবেশ করে, তখনই তাকে গ্রেফতার করেন ডিসি আমিরুল ইসলাম। তাকে গ্রেফতারের ৩০ মিনিট পর তেজগাঁও থানার পুলিশের একটি টিম এসে সাজ্জাদকে থানায় নিয়ে যায়।

গত ৪ ডিসেম্বর রাতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় পুলিশ অভিযানে গেলে সাজ্জাদ তাদের দিকে গুলি ছুড়ে পালিয়ে যান। এ সময় তার গুলিতে দুইজন সাধারণ মানুষ আহত হন। হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে সাজ্জাদ হোসেন নগরীর বায়েজিদ, অক্সিজেন, চান্দগাঁও এলাকায় ‘ছোট সাজ্জাদ’ বা ‘বুড়ির নাতি’ হিসেবে পরিচিত।  ‘ছোট সাজ্জাদ’ হলেন হুলিয়া নিয়ে বিদেশে পালিয়ে থাকা সাজ্জাদ হোসেনের অনুসারী।

আত্মগোপনে থাকা সাজ্জাদ গত ২৮ জানুয়ারি রাতে ফেইসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফ হোসেনকে পেটানোর হুমকি দেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়