Apan Desh | আপন দেশ

২ শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক 

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪৭, ১৬ মার্চ ২০২৫

আপডেট: ১০:৩৫, ১৬ মার্চ ২০২৫

২ শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক 

ছবি : আপন দেশ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় একটি মাদ্রাসার দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে তাদের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) রাতে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামের রওদাতুল আত্ফাল মাদ্রাসায থেকে শিক্ষক বজলুর রহমানকে আটক করে পুলিশ। সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার সন্ধ্যায় সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামের রওদাতুল আত্ফাল মাদ্রাসায় ধর্ষণের ঘটনাটি জানাজানি হয়। পরে অভিযুক্ত শিক্ষককে আটকে বিচার দাবি করেন স্থানীয়রা। খবর পেয়ে রাতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল থেকে শিক্ষক বজলুর রহমানকে আটক করে। 

আরও পড়ুন>>>যুবদল নেতার হুমকি, ‘১ লাখ টাকা না দিলে পরিণাম ভয়ংকর হবে’

৩০ বছর বয়সী বজলুর সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর ইউনিয়নের বজ্রাগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে ও রওদাতুল আত্ফাল মাদ্রাসার সহকারী শিক্ষক।

ভুক্তভোগী ছাত্রদের একজনের মা সাংবাদিকদের বলেন, তার দশ বছরের বাচ্চাকে দুই মাস ধরে বলাৎকার করে আসছিল ওই শিক্ষক। শনিবার ছেলে ঘটনাটি প্রকাশ করে। চিকিৎসার জন্য তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্য এক ভুক্তভোগীর মা বলেন, তার নয় বছরের ছেলেকে মাদ্রাসার ওই শিক্ষক চারমাস ধরে বলাৎকার করে আসছিল। তিনি এর বিচার চান।

ওসি চাঁদ মিয়া বলছেন, এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন তারা। এ ঘটনায় আটক শিক্ষকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়