
নিহত নাম নির্মল খীসা।
রাঙামাটিতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের (প্রসীত) এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম নির্মল খীসা।
রোববার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে রাঙামাটি সাপছড়ি যৌথ খামার এলাকায় এ ঘটনা ঘটে।
রাঙামাটি কোতোয়ালি থানায় ওসি মো. সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা যতটুকু শুনেছি, রোববার সকাল ৯টা দিকে নির্মল খীসা নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। নির্মল খীসা আঞ্চলিক দল ইউপিডিএফ করত। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে, ফিরলে বাকিটা জানা যাবে।
এদিকে নির্মল খীসা হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ।
ইউপিডিএফের রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়েছে, রোববার সকাল ৯টার সময় রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খামার পাড়ায় আগে থেকে ওৎ পেতে থাকা জেএসএস সন্তু গ্রুপের ৬/৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ সদস্যদের ওপর হামলা চালায়। এতে সন্ত্রাসীরা গুলি করে ইউপিডিএফ সদস্য নির্মল খীসাকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর সন্ত্রাসীরা কাটাছড়ি স্বর্গপুর বনভাবনা কেন্দ্রের দিকে চলে যায়।
আরও পড়ুন>>>>চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রেফতার
বিবৃতিতে ক্ষোভ প্রকাশে করে তিনি জানান, ইউপিডিএফ নেতা নির্মল খীসার হত্যাকারীদেরসহ হত্যাকাণ্ডের মূল হোতা সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ করে গ্রেফতার ও শাস্তির ব্যবস্থা করতে হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।