Apan Desh | আপন দেশ

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস কর্মচারীকে মারধর, মাফ চাইলেন এসপি

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৯, ১৬ মার্চ ২০২৫

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস কর্মচারীকে মারধর, মাফ চাইলেন এসপি

অভিযুক্ত সিলেটের রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এসপি নাছির উদ্দিন আহমেদ।

সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় যাওয়ার জন্য বিনামূল্যে নৌকা না পেয়ে ভূমি অফিস সহায়ককে মারধর করেন এক পুলিশ সুপারের (এসপি) বিরুদ্ধে। 

শনিবার (১৫ মার্চ) এ ঘটনার প্রতিবাদে নৌকার মাঝিরা কর্মবিরতি পালন করেন। পরে প্রশাসন ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা দুঃখ প্রকাশ করলে পরিস্থিতি শান্ত হয়।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা নাছির উদ্দিন আহমেদ। তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এসপি (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত)। আর ভুক্তভোগী ভূমি অফিস সহায়ক হলেন জাবেদ আহমেদ। তিনি ঘাটের খাস কালেকশনের দায়িত্বে ছিলেন।

জাবেদ আহমেদ জানান, দুপুর ১২টার দিকে এসপি নাছির উদ্দিন আহমেদ নৌকা চান, কিন্তু বিনামূল্যে। সরকার নির্ধারিত ভাড়া ৮০০ টাকা পরিশোধ করতে হবে। এতে এসপি ক্ষিপ্ত হয়ে তাকে চর থাপ্পর মারেন। উপস্থিত অন্যান্য পুলিশ সদস্যরাও মারতে উদ্যত হলে স্থানীয়রা বিষয়টি সামাল দেন।

এ ঘটনার পর এসপি নাছির উদ্দিন আহমেদ নৌকা নিয়ে সাদা পাথর ভ্রমণে যান। এতে ক্ষুব্ধ মাঝিরা আধা ঘণ্টার জন্য নৌকা চলাচল বন্ধ রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার, ওসি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে পরিস্থিতি সামাল দেন। এসপি নাছির উদ্দিন আহমেদ ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেন।

আরও পড়ুন>>>পিকআপভ্যানে গরু রেখেই পালাল চোরের দল

সাদা পাথর ভ্রমণের জন্য নৌকার সরকার নির্ধারিত ভাড়া ৮০০ টাকা। এর মধ্যে মাঝিরা পান ৩৫০ টাকা ও বাকী ৪৫০ টাকা সরকারি কোষাগারে জমা পড়ে। সরকারি কর্মকর্তারা বিনামূল্যে যেতে চাইলে মাঝির ৩৫০ টাকা পরিশোধ করার নিয়ম রয়েছে। তবে, অভিযুক্ত এসপি মাঝির টাকা না দেয়ায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহার বলেন, একটি ভুল বোঝাবুঝি হয়েছিল, যা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা দুঃখ প্রকাশের মাধ্যমে সমাধান করা হয়েছে। বিষয়টি শেষ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়