Apan Desh | আপন দেশ

শিক্ষিকাকে হেনস্তার প্রতিবাদে সড়ক অবরোধ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪১, ১৬ মার্চ ২০২৫

আপডেট: ১৬:৪৯, ১৬ মার্চ ২০২৫

শিক্ষিকাকে হেনস্তার প্রতিবাদে সড়ক অবরোধ

শিক্ষিকাকে হেনস্তার প্রতিবাদে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন

নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজি অটোরিকশায় এক শিক্ষিকাকে হেনস্তার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

রোববার (১৬ মার্চ) দুপুরের দিকে উপজেলার একলাশপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে, মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কে এ হেনস্তার ঘটনা ঘটে। হেনস্তার শিক্ষিকা হলেন- ওই স্কুলের সিনিয়র শিক্ষিকা পারভীন আকতার। 

মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় তারা শিক্ষিকাকে হেনস্তা করে ছিনতাইয়ে ঘটনায় জড়িতদের চিহিৃত করে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

আরপড়ুন<<>>ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস কর্মচারীকে মারধর, মাফ চাইলেন এসপি

খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে একলাশপুর বাজার থেকে অটোরিকশায় উঠেও ওই শিক্ষিকা। কিছুদূর যাওয়ার পর সিএনজির ভেতরে থাকা কয়েকজন পুরুষ তাকে শারীরিকভাবে হেনস্তা করে তার চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে দেয়। এ সময় তারা শিক্ষিকার ব্যাগ থেকে টাকা ও একটি মোবাইল নিয়ে যায়। পরে অটোরিকশাটি কলেজ গেইট থেকে একলাশপুর বাজার পর্যন্ত প্রায় ৩০মিনিট বিভিন্ন স্থানে ঘুরে ভিকটিমকে একটি নির্জনস্থানে নিয়ে নামিয়ে দেয়।

বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, শিক্ষার্থীরা কিছুক্ষণ সড়ক অবরোধ করে মানববন্ধন করে।  খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলি। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ আগেই নেয়া হয়েছে।  তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়