Apan Desh | আপন দেশ

মোবাইলে ছাত্রীকে কুপ্রস্তাব অধ্যক্ষ’র, অতপর...

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৬, ১৬ মার্চ ২০২৫

মোবাইলে ছাত্রীকে কুপ্রস্তাব অধ্যক্ষ’র, অতপর...

প্রতীকী ছবি

লালমনিরহাটের আদিত্যমারীতে এক ছাত্রীকে মোবাইল ফোনে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে রবিউল আলম নামে এক কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে। ওই ঘটনার পর থেকে অভিযুক্ত অধ্যক্ষ গা ঢাকা দিয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বিচার চেয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত রবিউল আলম আদিতমারীর মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। আর ভুক্তভোগী ছাত্রী একই কলেজের চলতি বছরের এইচএসসি পরিক্ষার্থী।

এদিকে, অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। তিনি বলেন, ওই ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে লালমনিরহাট পুলিশ সুপারকে বলা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই পরীক্ষার্থীর পরিবার নদী ভাঙন কবলিত। তার বাবা দিনমজুর হওয়ায় পরীক্ষার ফরম পূরণের টাকা কমানোর জন্য অধ্যক্ষ রবিউল আলম বরাবর আবেদন করেন। তখন ওই শিক্ষার্থীকে অধ্যক্ষ তার মোবাইল নম্বর দিয়ে পরে যোগাযোগ করতে বলেন। পরে গত ৯ মার্চ ইফতার ও নামাজের পরে মা এবং বড় বোনের সামনে মোবাইল ফোনের লাউড স্পিকার চালু করে রবিউল আলমকে ফোন করে ফরম পূরণের বিষয়ে জানতে চায় ওই শিক্ষার্থী।

আরওপড়ুন<<>>ডা. প্রাণ গোপালের মেয়েকে উদ্ধার করল সেনাবাহিনী

তখন অধ্যক্ষ মেয়েটির পরিচয় পাওয়ার পর তাকে রাতে দেখা করতে বলেন। মেয়েটি প্রতিত্তরে বলে, আমি মেয়ে মানুষ রাতে কিভাবে দেখা করি। তখন অভিযুক্ত অধ্যক্ষ বলেন, এখনইতো তোমার দেখা করা উচিত। কারণ আমি এখন রোজা নাই। মেয়েটি এ কথা শোনার পর লজ্জিত হয়ে মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অশ্রুসিক্ত নয়নে ভুক্তভোগীর দিনমজুর বাবা বলেন, আমি তিস্তা নদীর ভাঙনের শিকার খেটে খাওয়া একজন মানুষ। তাই পরীক্ষার ফরম পূরেণে কিছু টাকা কম নেয়ার জন্য আবেদন করেছি। অধ্যক্ষ এ সুযোগে আমার মেয়েকে কুপ্রস্তাব দিয়েছে। জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিলাম দেখি কি করেন তিনি।

ভুক্তভোগী ছাত্রী বলেন, এমন ন্যক্কারজনক কাজের যথাযথ ব্যবস্থা নেয়া না হলে সহপাঠীদের নিয়ে রাস্তায় নামবো।

এদিকে, ঘটনার পর থেকে ওই অধ্যক্ষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে বাড়িতে ও অফিসে কোথায় পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে জানতে অধ্যক্ষ রবিউল আলমের ব্যবহৃত মোবাইলে নম্বরে কল করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়