Apan Desh | আপন দেশ

পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা আটক, অতপর...

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ২০:১০, ১৬ মার্চ ২০২৫

পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা আটক, অতপর...

প্রতীকী ছবি

ফেনীতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ছাত্রলীগ নেতার নাম আবদুল্লাহ আল নোবেল। তিনি শহরের রামপুর এলাকার এনামুল হকের ছেলে। নোবেল ফেনী পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

আরওপড়ুন<<>>মুখ খুললে নাসির-ইলিয়াসের ঘরে আগুন লাগবে: সুবাহ

পুলিশ জানায়, আটক নোবেল ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের টেলিকমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি বিভাগের ১৮ তম ব্যাচের শিক্ষার্থী। রোববার দুপুরে ওই প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে আসলে ছাত্র প্রতিনিধিরা তাকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যান।

পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, ছাত্র প্রতিনিধিদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়