Apan Desh | আপন দেশ

চার বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণ চেষ্টা

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৭, ১৭ মার্চ ২০২৫

চার বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণ চেষ্টা

ছবি : আপন দেশ

যশোরে চার বছরের শিশুর গলায় ছুরি ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে মাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগী ওই নারীর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে যশোরের নিউমার্কেট এ ব্লকের গাবতলার একটি বাসায় এ ঘটনা ঘটে।

আহতের ভাই জানিয়েছেন, তাদের প্রতিবেশি হাসান আলী (১৮) রাত সাড়ে ১১টার দিকে মোবাইল চার্জ দেয়ার কথা বলে ঘরের দরজা খোলায়। দরজা খোলার পরপরই ঘরে থাকা ৪ বছরের শিশুর গলায় চাকু ধরে ওই শিশুর মাকে ধর্ষণ চেষ্টা চালায়৷ তখন চিৎকার করলে ওই শিশুর মাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় হাসান৷

আহতের পিতা আসলাম খন্দকার জানান, বাসায় কেউ না থাকার সুযোগে তাদের প্রতিবেশি হাসান এ কাণ্ড ঘটিয়েছে৷ তিনি তার মেয়ে ও নাতনীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন৷

কোতোয়ালি মডেল থানার ওসি কাজী বাবুল হোসেন জানিয়েছেন, এ ঘটনায় আহতের ছোট ভাইয়ের বন্ধুসহ অজ্ঞাত তিনজন জড়িত রয়েছে ৷ তাদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে। দ্রুতই জড়িতদের আটক করা হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়