Apan Desh | আপন দেশ

যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০২, ১৭ মার্চ ২০২৫

যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন।

দৈনিক যায়যায়দিনের প্রধান কার্যালয় দখল ও ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন যায়যায়দিনের টাঙ্গাইলের স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুল। সঞ্চালনা করেন জেজেডি ফ্রেন্ডস ফোরাম টাঙ্গাইলের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন।

বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির প্রতিনিধি কাজী জাকেরুল মওলা, যুগ্ম-সম্পাদক ও একুশে টিভির প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপন, ক্রীড়া সম্পাদক ও দৈনিক মজলুমের কণ্ঠের খন্দকার মাসুদুল আলম, প্রেসক্লাবের আজীবন সদস্য এসএম আওয়াল, কালের কণ্ঠ প্রতিনিধি কাজল আর্য, বণিকবার্তার প্রতিনিধি পারভেজ হাসান, বিজয় টিভি ও কালবেলার প্রতিনিধি আবু জোবায়ের উজ্জল, দেশ টিভির প্রতিনিধি অভিজিৎ ঘোষ, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি ও কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি ইমরুল হাসান বাবু, আমার সংবাদের প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন, আনন্দ টিভির প্রতিনিধি মেহেদী হাসান মৃদুল, নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, সাপ্তাহিক পূর্বাকাশের প্রতিনিধি মো. কামরুল হাসান প্রমুখ।

আরও পড়ুন>>>যায়যায়দিনের ডিক্লারেশন ফিরিয়ে দিতে ৩ দিনের আল্টিমেটাম

বক্তারা বলেন, যায়যায়দিন দীর্ঘদিন ধরে জনগণের পক্ষে সোচ্চার রয়েছে। একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে ঠুনকো কারণে পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়েছে। এর সঙ্গে সাত শতাধিক পরিবারের জীবন-জীবিকা জড়িত। দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় এর ভূমিকা গুরুত্বপূর্ণ। দ্রুত ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহার করে পত্রিকার প্রকাশনা অব্যাহত রাখার দাবি জানান তারা।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান স্মারকলিপি গ্রহণ করেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়