Apan Desh | আপন দেশ

প্রেমিককে মেরে প্রেমিকাকে ধর্ষণচেষ্টা 

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২১, ১৭ মার্চ ২০২৫

প্রেমিককে মেরে প্রেমিকাকে ধর্ষণচেষ্টা 

ছবি : আপন দেশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রেমিককে মেরে প্রেমিকাকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে এক যুবক। এ সময় প্রেমিকার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে যুবককে ধরে পুলিশে দেন। আটক যুবকের নাম মো. রফিক (৩৯)। তিনি উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের আন্ন সিকদার পাড়া গ্রামের তাজুল মল্লিকের ছেলে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, ফেসবুকে প্রেমের সম্পর্কে এক যুগল ১৫ দিন আগে পালিয়ে চট্টগ্রাম শহরে বসবাস শুরু করে। এদিকে আটক মো. রফিকের সঙ্গে প্রেমিকের আগে থেকে বন্ধুত্বের সম্পর্ক ছিল। সে সুবাদে রফিক প্রেমিক যুগলকে তার নিজ গ্রামের বাড়িতে বেড়াতে নিয়ে আসবে বলে শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় লালানগর পাহাড়স্থ চাঁদ নগর নিয়ে যান।  

এ সময় রফিক ও তার সঙ্গে থাকা ৪-৫ সহযোগী প্রেমিককে মেরে তার মোবাইল-মানিব্যাগ কেড়ে নেয়৷ এরপর তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। পরে ধর্ষণের উদ্দেশে কিশোরীকে টেনে পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে রফিককে ঘটনাস্থল থেকে আটক করে তারা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদার জানান, এ ঘটনায় কিশোরী বাদী হয়ে রফিকের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দেন। মামলার পর আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়