Apan Desh | আপন দেশ

ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে আটকে কিশোরগঞ্জ এক্সপ্রেস

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২২, ১৭ মার্চ ২০২৫

ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে আটকে কিশোরগঞ্জ এক্সপ্রেস

ছবি: আপন দেশ

ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে আটকে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। কত সময় লাগবে মেরামতে, তা নিশ্চিত নন ট্রেনের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে সঠিক সময়ে ভৈরব জংশনে পৌঁছায়। সেখানে নির্দিষ্ট সময়ের যাত্রা বিরতির পর কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। ভৈরব থেকে কয়েক কিলোমিটার সামনে আসতেই ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। এতে বিজয় এক্সপ্রেস, নাসিরাবাদ ও এগারো সিন্দুর গোধূলি ছাড়তে বিলম্ব হতে পারে।

আরও পড়ুন>>>প্রেমিককে মেরে প্রেমিকাকে ধর্ষণচেষ্টা

ট্রেনের এটেন্ডেন মোহাম্মদ কামরুল ইসলাম জানিয়েছেন, ট্রেনের হাওয়া জটিলতায় ইঞ্জিন কাজ করছে না। কুলিয়ারচরের দিক থেকে অন্য কোন ট্রেনের ইঞ্জিনের সহযোগিতায় সেটিকে পুনরায় ভৈরব নিয়ে মেরামত করা হবে। 

ট্রেনের ভেতরে প্রচণ্ড গরমে যাত্রীরা কষ্ট পাচ্ছেন। দীর্ঘ সময় ধরে আটকে থাকায় শিশু ও বৃদ্ধ যাত্রীরা আরও বেশি ভোগান্তিতে পড়েছেন। দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের কাছে আহবান জানিয়েছেন যাত্রীরা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়